রাজশাহীতে ক্যাবল নেটওয়ার্কের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, কন্ট্রোল রুম সিলগালা

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় ক্যাবল নেটওয়ার্কের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও কন্ট্রোল রুম সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় রাজশাহীর পবা উপজেলার সহকারী কমিশনার অভিজিৎ সরকারের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, বায়া বাজারের বকুল আহাম্মেদ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কেবল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ অফিস পরিচালনা করে রাজস্ব ফাঁকি দিয়ে আসছিলেন। এ সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ কেবল নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কন্ট্রোল রুম সিলগালা করে দেয়া হয়েছে।

পবা উপজেলার সহকারী কমিশনার অভিজিৎ সরকার বলেন, বৈধ কাগজপত্র দেখাতে পারলে সিলগালা করা কন্টোল রুম খুলে দেয়া হবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply