ঝিনাইদহের আলোচিত সেই ফরিদ চেয়ারম্যান বহিষ্কার

|

হরিশংকরপুর ইউপির চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার ১০ নম্বর হরিশংকরপুর ইউপির চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে সাময়িক বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ১৬ এপ্রিল (রোববার) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষর করে এই প্রজ্ঞাপন জারি করেন।

ঈদের ছুটির পর গত ২৫ এপ্রিল ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কার্যালয়ের ইমেইলে এ প্রজ্ঞাপন পাঠানো হয়।

ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলাম বলেন, ২৫ এপ্রিল আমরা চিঠি পেয়েছি। একটি ধর্ষণ মামলা ১০ নম্বর হরিশংকরপুর ইউপির চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ বর্তমানে কারাগারে রয়েছেন। আইন অনুযায়ী তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের সচিব সাব্দার আলী জানান, বুধবার (২৭ এপ্রিল) আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। এর আগে, ২০২২ সালের ১৫ এপ্রিল খন্দকার ফারুকুজ্জামান ফরিদের নিজ গ্রাম নৃসিংহপুরে এক বিচারপ্রার্থী নারীকে মাদকদ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করেন ফরিদ চেয়ারম্যান ও তার ড্রাইভার। ১৯ এপ্রিল ২০২২ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলা থেকে বাঁচতে ওই নারীকে বিয়ে করে একই টেবিলে বসে তালাকও দেন। বর্তমানে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি বিচারাধীন রয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply