৩৩ বছর পর ইতালিয়ান লিগ জয় করতে যাচ্ছে নাপোলি

|

ছবি : সংগৃহীত

৩৩ বছর পর ইতালিয়ান লিগে চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নাপোলি। সবশেষ ১৯৮৯-৯০ মৌসুমে ম্যারাডোনার হাত ধরে শ্রেষ্ঠত্বের মুকুট পরে দলটি। এরপর তিন দশকের বেশি সময় পার হলেও শিরোপার দেখা পায়নি নাপোলি। তবে এমন আনন্দের মাঝেও স্রোতে গা না ভাসিয়ে সতর্ক থাকার পরামর্শ কোচ লুসিয়ানো স্পালেত্তির।

ইতালিয়ান সিরি আ লিগে শেষবার যখন শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল সময়টা ছিল তখন ১৯৮৯-৯০ মৌসুম। এরপর ৩৩ বছর পার হলেও অধরাই থেকে যায় লিগ সেরার স্বপ্ন। দিয়াগো ম্যারাডোনার হাত ধরেই সবশেষ ট্রফি উঁচিয়ে ধরেছিল নাপোলি।

তবে এবার দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের অপেক্ষার অবসান হচ্ছে ক্লাবটির জন্য। সিরি আ’র শিরোপা জয়ের দ্বারপ্রান্তে আছে নাপোলি। রোববার (৩০ এপ্রিল) আনন্দের রঙে রাঙিয়ে উঠতে পারে নেপলোসের ক্লাবটি। ইউরোপে সবার আগে ফয়সালা হয়ে যেতে পারে ইতালিয়ান লিগের শিরোপা।

শনিবার (২৯ এপ্রিল) লিগ টেবিলের ১৪ নম্বর দল সালেরনিতানার বিপক্ষে ঘরের মাঠে খেলা রয়েছে নাপোলির। যদি তারা এই ম্যাচ জিততে পারে এবং পরদিন ইন্টার মিলানের মাঠে লাৎসিও পয়েন্ট হারায়, তাহলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে দলটির। সেই সাথে নতুন এক ইতিহাস উঁকি দিচ্ছে নাপোলির সামনে। প্রথম দল হিসেবে ছয় ম্যাচ বাকি থাকতে ইতালির শীর্ষ লিগের শিরোপা জয়ের কীর্তিও গড়বে তারা।

স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় পর এমন অর্জনে উৎসবের আমেজ বইছে নেপলোস শহরে। চ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। তবে এমন আনন্দের মাঝেও স্রোতে গা ভাসাতে চান না দলটির কোচ লুসিয়ানো স্পালেত্তি।

নাপোলির হেড কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেন, দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। তবে আমি আগাম উদযাপন পছন্দ করি না। যদি আমরা সবাই একসঙ্গে উদযাপন করি, তাহলে আনন্দ দ্বিগুণ হবে।

লিগে ৩১ ম্যাচে নাপোলির পয়েন্ট ৭৮। দ্বিতীয় স্থানে থাকা লাৎসিওর চেয়ে তারা এগিয়ে আছে ১৭ পয়েন্টে। এখান থেকে শিরোপা হাতছাড়া হওয়াটা অকল্পনীয় ব্যাপার। তবে এপ্রিলে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচের মধ্যে কেবল দুটিতে জিততে পেরেছে ক্লাবটি। তাই স্বাভাবিকভাবেই বাড়তি সতর্ক নাপোলি কোচ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply