মারিয়া হোসেন:
অনুষ্ঠিত হয়ে গেল ৬৮তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। এ উপলক্ষে এক ছাদের নিচে একত্রিত হয়েছিলেন বলিউডের সব গ্ল্যামারাস তারকারা। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশনাল সেন্টারে ২০২৩ সালের ফিল্মফেয়ার আসর জমান তারা। এর ক’দিন আগেই প্রকাশ্যে এসেছিল মনোনয়নের তালিকা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশনাল সেন্টারে যেন বসেছিল চাঁদের হাট। ৬৮তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস উপলক্ষে আলিয়া ভাট, অনিল কাপুর, রেখা, জাহ্নবী কাপুর, নোরা ফাতেহি, ভিকি কৌশলের মতো তারকাদের দেখা যায় রেড কার্পেটে। এ বছর অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুপারস্টার সালমান খান। সঙ্গে ছিলেন আয়ুষ্মান খুরানা ও মানিশ পল।
এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য সব থেকে বেশি মনোনয়ন পেয়েছিল সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, পুষ্কর গায়ত্রীর ‘ভিক্রম ভেদা’ ও ভিভেক আগ্নিহোত্রির ‘দ্য কাশ্মির ফাইলস’। কিন্তু, অনুষ্ঠানের রাতে সবাইকে অবাক করে বাজিমাত করেছে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। বছরের সেরা সিনেমার খেতাব জিতেছে এটি। সেরা পরিচালকের পুরস্কারও উঠেছে সঞ্জয় লীলা বানসালির হাতেই। আর, আলিয়া ভাট পেয়েছেন সেরা অভিনেত্রীর খেতাব।
অন্যদিকে ‘বাধাই দো’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রাজকুমার রাও। এ সিনেমার জন্যই সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পান শিভা চাড্ডা। ‘যুগ যুগ জিও’ সিনেমাটির জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার জেতেন অনিল কাপুর। সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান ভূমি পেড়নেকার ও টাবু। ভূমির কাছে এ পুরস্কার আসে বাধাই দো সিনেমার জন্য। সিনেমাটি সমালোচকদের বিচারে সেরা সিনেমার খেতাবও জেতে এটি। আর, সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন সঞ্জয় মিশরা।
গত বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ব্রহ্মাস্ত্র’র ভাগ্যে প্রধান পুরস্কার জুটলেও সেরা ভিএফএক্স এর পুরস্কার ঠিকই বাগিয়ে নিয়েছে। সেরা অ্যাকশন খেতাব পেয়েছে ‘ভিক্রম ভেদা’। সেরা প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হয়েছেন অরিজিত সিং। গায়ক হিসেবে সাতটি ফিল্মফেয়ার নিয়ে কিংবদন্তি কিশোর কুমারের থেকে মাত্র একধাপ পিছিয়ে রয়েছেন অরিজিৎ। এ বছর আজীবন সম্মাননা দেয়া হয়েছে প্রেম চোপড়াকে।
আলিয়া ভাট, রাজকুমার রাও, ভূমি পেডনেকর-সহ বেশিরভাগ তরুণ তুর্কিই এবারের ফিল্মফেয়ার আসরে বাজিমাত করেছেন। নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে যেন বুঝিয়ে দিলেন, বলিউডের ভার সঠিক হাতগুলির ওপরেই আছে। দেখা যাক, এ বছর ইন্ডাস্ট্রিতে তাদের রাজত্ব ধরে রাখতে পারেন কিনা।
/এসএইচ
Leave a reply