পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিন পার্বত্য জেলার পিছিয়ে পড়া মানুষের জীবনের মান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের কাজ করা হচ্ছে।

বৈসাবি উৎসব উপলক্ষ্যে শুক্রবার (২৮ এপ্রিল) রাজধানীতে আয়োজিত প্রীতি সম্মিলনীর আলোচনায় তিনি একথা জানান। পার্বত্য জেলাগুলো দেশের জন্য অপার সম্ভাবনা উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে আরও আলোকিত করতে শিক্ষক সংকট দূর করতে হবে। পার্বত্য অঞ্চলের যারা শহরে আছেন, উদ‍্যোগ নিয়ে নিজ নিজ জেলার শিক্ষাকে প্রসারিত করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান আরও বলেন, পুঞ্জীভূত কিছু সমস্যা ছিল। আপনারা জানেন, পার্বত্য শান্তিচুক্তি হয়েছে। শান্তিচুক্তি অনুযায়ী আমরা কাজ করছি। শান্তিচুক্তির কিছু অংশ এখনও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। আমরা সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করি, খুব শীঘ্রই এগুলো সম্পন্ন করতে পারবো।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর খুনিদের বিচার করতে ব্যর্থ হন শফিউল্লাহ; যুবলীগ চেয়ারম্যানের মন্তব্য

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply