সরকারের ভুল নীতির কারণে জ্বালানি সংকটে ভুগছে দেশ: ক্যাব

|

সরকারের অদূরদর্শিতা আর ভুল নীতির কারণে জ্বালানি সংকটে দেশকে ভুগতে হচ্ছে বলে মনে করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব)।

সিরডাপ মিলনায়তনে নাগরিক সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতামূলক বিনিয়োগ নিশ্চিত করতে হবে। সেই সাথে, বহুল আলোচিত দ্রুত সরবরাহ আইন বাতিলের দাবি করেন তারা।

নির্ধারিত আলোচনায় অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেন, দেশীয় যে গ্যাস প্রতি ইউনিট ১ টাকা ৩ পয়সায় পাওয়া যায়; তার বিপরীতে প্রতি ঘনফুট এলএনজি আমদানি করতে হয় ৮৩ টাকায়। সরকার যে পথে হাঁটছে তাতে আগামীতে এলএনজি আমদানি আরও বাড়বে বলে মনে করেন ভূতত্ত্ববিদ অধ্যাপক বদরুল ইমাম।

নাগরিক সভায় বক্তারা বলেন, জ্বালানি নিরাপত্তা সংরক্ষণে জাতীয় সক্ষমতা অর্জন আমাদের মূল লক্ষ্য, সেই লক্ষ্যে ক্যাব বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংস্করণ প্রস্তাব করেছে। অতি উৎপাদন, অতিরিক্ত ঝুঁকি, অতিরিক্ত দাম, অপচয় ও অনিশ্চয়তার একটি দুষ্টচক্রের মধ্যে আমরা আটকা পড়ে গেছি।

আরও পড়ুন: গুগল, ইউটিউব থেকে রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ সিপিডির

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply