অপব্যবহার রুখতে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করার উদ্যোগ নেয়া হয়েছে, তবে এটি বাতিল হবে না। এ কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার (৩ মে) দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবি আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অনলাইন মিডিয়ায় অনেক ক্ষেত্রে দায়িত্বশীলতার অভাব দেখা দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রয়োজনীয়তা দেখা দেয়ায় ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে। অপব্যহার রোধে আইনটি পরিশুদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে।
সংবাদপত্রের স্বাধীনতা হরণের জন্য নয়, সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, আলোচনার দ্বার সবসময়ই উন্মুক্ত। আলোচনা করেই এ আইন পাশ করা হবে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না।
আইনমন্ত্রী বলেন, এই যে আলোচনা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে, এর সমস্যাগুলো দূর করে সকলের গ্রহণযোগ্য আইন হিসেবে তৈরি করা হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের উদ্দেশ্য সংবাদপত্রের স্বাধীনতা হরণ নয়; এটি প্রণয়ন করা হয়েছে শুধুমাত্র সাইবার অপরাধ দমনের জন্য।
আরও পড়ুন: আত্মসমর্পণ করে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের জামিন
/এম ই
Leave a reply