লিগ শিরোপার লড়াইয়ে এগিয়ে যেতে রাতে মাঠে নামবে ম্যানসিটি

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে এগিয়ে যেতে ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে উড়ছে ম্যানসিটির জয়ের ঝান্ডা। সিটিজেনদের রুখে দেয়াটা বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ দলগুলোর জন্য। সবশেষ ১৮ ম্যাচে অপরাজিত পেপ গার্দিওলার শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে আতিথ্য জানাবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (৩ মে) দিবাগত রাত ১ টায়। নিজেদের মাঠে জয় তুলে নিয়ে লিগ টেবিলে ফের শীর্ষে যাওয়ার লক্ষ্য সিটিজেন’দের।

এ ম্যাচেও আর্লিং হাল্যান্ডকে ঘিরেই আক্রমণের ছক আঁকবেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা। চলতি মৌসুমে সিটিজেনদের জার্সিতে উড়ন্ত ফর্মে আছেন এই নরওয়েজিয়ান ফুটবলার। ৩৪ গোল করে চলতি মৌসুমে এখন পর্যন্ত শীর্ষ গোলদাতার তালিকায় আছে হাল্যান্ডের নাম। তবে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে থাকা ওয়েস্ট হ্যামও ছাড় দিতে নারাজ। সিটিজেনদের মাঠে জয়ের দিকেই চোখ থাকবে সফরকারীদের।

৩৪ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট ৭৮। শিরোপাভাগ্য অবশ্য থাকছে সিটিজেনদের হাতেই; দুই ম্যাচ কম খেলে গার্দিওলা শিষ্যদের পয়েন্ট ৭৬। শিরোপার থেকে ১৪ পয়েন্ট দূরে রয়েছে ম্যানসিটি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply