সুদানের সহিংসতায় ধ্বংস হলো ১০ লাখ পোলিও ভ্যাকসিন

|

সুদানের চলমান সহিংসতায় ধ্বংস হয়ে গেছে ১০ লাখ পোলিও টিকা। শুক্রবার (৫ মে) এমন তথ্য নিশ্চিত করেছে ইউনিসেফ। খবর রয়টার্সের।

এক ইমেইলে ইউনিসেফ জানায়, দেশটির দক্ষিণ দারফুরে এক মিলিয়নেরও বেশি পোলিও ভ্যাকসিনসহ বেশ কয়েকটি কোল্ড চেইন সুবিধা লুট, ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়ে গেছে।

পোলিও এমন একটি রোগ যাতে সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুরা আক্রান্ত হয়ে থাকে। যার ফলে পক্ষাঘাত এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।

২০২০ সালে আফ্রিকাকে পোলিও মুক্ত বলে ঘোষণা করা হয়। তবে গত বছর থেকে আবারও মালাউই, মোজাম্বিক এবং সুদানে পোলিওর প্রাদুর্ভাব শুরু হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply