মেক্সিকোতে উদযাপিত হলো সিনকো ডি মায়ো উৎসব। শুক্রবার নাচে-গানে ও বিশেষ প্যারেডের মাধ্যমে পালন করা হয় দিনটি। এ দিন উৎসবমুখর হয়ে ওঠে গোটা দেশ। খবর এপির।
সিনকো ডি মায়ো উৎসবের রীতি অনুযায়ী, এদিন ফাঁকা গুলি ছোড়া হয়। প্যারেডে অংশগ্রহণকারীরা ফরাসি ও মেক্সিকান সৈন্যদের ঐতিহাসিক পোশাক পরেন।
পুয়েবলার যুদ্ধে ফরাসীদের বিরুদ্ধে জয়লাভের প্রতীক হিসেবে প্রতিবছর আয়োজন করা হয় এই উৎসবের। দিবসটি উদযাপিত হচ্ছে প্রায় ৯২ বছর ধরে। ১৮৬২ সালের সেই যুদ্ধে মেক্সিকান সৈন্যরা নেপোলিয়ান বাহিনীকে পরাজিত করেছিল। মেক্সিকো সিটি সরকার সম্প্রতি এই উৎসবকে দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে।
এসজেড/
Leave a reply