৩ হাজার বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে গেল কারবারিরা

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে ৩১৯১ বোতল ভারতীয় ফেন্সিডিলের ১৫টি বস্তা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার বেলের মাঠ এলাকা থেকে এ মালিকবিহীন ফেনসিডিল উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকা প্রেরণের উদ্দেশে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেলের মাঠ এলাকায় একটি ট্রাকে লোড করবে যা সুবিধামত সময়ে প্রেরণ করবে। এ খবরে, বিজিবির একটি দল আনুমাণিক ভোর ৫টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হলে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন ১৫টি প্লাস্টিকের সাদা বস্তা থেকে ৩১৯১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি জানান, জব্দকৃত মাদকদ্রব্যে পরবর্তীতে আইনি কার্যক্রমের মাধ্যমে মামলা দিয়ে মহেশপুর থানায় জমা করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply