সম্প্রতি মেট্রোরেলের একটি কোচে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এতে ওই কোচের একটি জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ভবন থেকে ঢিল ছোড়া হয়েছিল, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সিটি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এমডি এম এ এন সিদ্দিক।
শনিবার (৬ মে) ভবনটি শনাক্ত হওয়ার কথা জানান তিনি। বলেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কাজীপাড়া-শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে পৌঁছালে পার্শ্ববর্তী কোনো একটি ভবন থেকে মেট্রোরেলের দিকে ঢিল ছুড়ে মারে দুষ্কৃতকারীরা। ঢিলটি মেট্রোরেলের জানালায় আঘাত হানলে কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই ওই ভবনটিকে শনাক্তের চেষ্টা চলছিল।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এর আগে এ বিষয়ে ডিএমটিসিএলের এমডি জানিয়েছিলেন, বহুতল ভবন থেকে মেট্রোরেলের দিকে ঢিল ছোড়ার ঘটনা প্রায়ই ঘটছে। এ নিয়ে একটি চক্র তৈরি হয়েছে। এ চক্রকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এসজেড/
Leave a reply