ওয়ানডে বিশ্বকাপের আগে আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়াকে আতিথ্য জানাবে দক্ষিণ আফ্রিকা। সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং পাঁচটি ওয়ানডে খেলবে প্রোটিয়ারা। শুক্রবার (৫ মে) সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
২০ ওভারের সিরিজ দিয়ে শুরু হবে সফর। ৩০ আগস্ট ডারবানে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত। বাকি দুটি ম্যাচও ডারবানে হবে যথাক্রমে- ১ এবং ৩ সেপ্টেম্বর। অজিদের সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের অবসরের পর প্রথম টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। যদিও এখন পর্যন্ত ফিঞ্চের পরিবর্তে টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
টি-টোয়েন্টি সিরিজের পর পাঁচ ম্যাচের ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। শুরুর দুই ওয়ানডে হবে ব্লুমফন্টেইনে। পরের তিন ম্যাচ তিন ভেন্যুতে, পচেফস্ট্রুম-সেঞ্চুরিয়ন-জোহানেসবার্গ। বিশ্বকাপে সরাসরি খেলার টিকেট প্রায় নিশ্চিত করে রেখেছে প্রোটিয়ারা। আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজ শেষে চূড়ান্ত হবে প্রোটিয়াদের ভাগ্য।
সর্বশেষ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকা সফর করেছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারলেও তারা টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।
/আরআইএম
Leave a reply