মুখোমুখি আলোচনায় বসছে সুদানে যুদ্ধরত দুই পক্ষ

|

সহিংসতা বন্ধের লক্ষ্যে অবশেষে প্রথমবার মুখোমুখি আলোচনায় বসছে সুদানে যুদ্ধরত দুই পক্ষ। শনিবার (৬ মে) সৌদি আরবের জেদ্দায় সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ’র মধ্যে সরাসরি বৈঠক শুরু হবে। খবর রয়টার্সের।

তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন-সৌদি এক যৌথ বিবৃতিতে দুই পক্ষের এ সিদ্ধাতকে স্বাগত জানিয়েছে। বৈঠকে অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হবে। এরইমধ্যে আলোচনার জন্য তাদের প্রতিনিধি পাঠিয়েছে বলে জানিয়েছে সুদান সেনাবাহিনী। তবে আরএসএফ বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

১৫ এপ্রিল থেকে শুরু হওয়া সংঘাতে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে কোনোটিই কার্যকর হয়নি। জাতিসংঘ ও বেশ কিছু মানবাধিকার সংস্থা সংঘাত শুরুর পর থেকেই দুই পক্ষকে আলোচনার আহবান জানাচ্ছে। চলমান সংঘাতে দেশটিতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে ৫শ’র বেশি মানুষ। আহত পাঁচ হাজারের কাছাকাছি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply