চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ট্যাংকের ভেতর মিললো ১১ কেজি রুপা, আটক ২

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় চোরাচালানের সময় মোটরসাইকেলের ট্যাংকের ভিতর থেকে প্রায় ১১ কেজি রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৬ মে) দুপুরে সদর উপজেলার গোলাপনগর মোড় এলাকায় ওই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে সারোয়ার উদ্দিন (২৮) ও সুলতানপুর গ্রামের আব্দুল বারির ছেলে ফারুক হোসেন (৩২)।

পুলিশ জানায়, চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোলাপনগর মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন মোটরসাইকেলে দুই ব্যক্তিকে যেতে দেখে তাদের আটক করা হয়। পরে তাকে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকের ভিতর থেকে প্রায় ১১ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়। ওই গহনার ওজন ১০ কেজি ৯৬৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ লাখ ২২ হাজার টাকা।

চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, রুপার চালানটি ফরিদপুরে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply