টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি

|

আবারও ম্যাস শ্যুটিংয়ের ঘটনা হলো যুক্তরাষ্ট্রের টেক্সাসে। শনিবার (৬ মে) ডালাসের ব্যস্ত এক মলে হামলা চালায় বন্দুকধারী। গুলিবিদ্ধ ও আহত হয়েছে কমপক্ষে ৯ জন। খবর রয়টার্সের।

তবে কারও মৃত্যু হয়েছে কি না নিশ্চিত নয় এখনও। পুলিশের অভিযানে ঘটনাস্থলে নিহত হয় হামলাকারী। স্থানীয় গণমাধ্যম বলছে, হামলাকারী সংখ্যায় একজনই ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রাইফেল হাতে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে দুর্বৃত্ত। খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘিরে ফেলে চারদিক থেকে। এক পর্যায়ে গুলি করে হামলাকারীকে। জনবহুল এলাকায় আরেক দফা হামলার ঘটনাকে অবর্ণনীয় ট্র্যাজেডি বলে আখ্যা দেন টেক্সাসের মেয়র গ্রেগ অ্যাবট। আশ্বাস দেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার।

যুক্তরাষ্ট্রে চলতি বছর কমপক্ষে ১৯৮ টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা হয়েছে। ১ লাখ বাসিন্দার অঙ্গরাজ্য টেক্সাসে এই হার আরও বেশি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply