বরগুনায় দাখিল পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগ, শিক্ষকসহ আটক ১০

|

ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী ছালেহিয়া আলীম মাদরাসায় দাখিল পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে শিক্ষকসহ ১০ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ মে) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা।

আটককৃতরা হলেন- উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল ইবতেদায়ী মাদরাসার শিক্ষক মো. নাজমুল ও শিক্ষিকা মোসা. ফাহিমা, বালিয়াতলী দাখিল মাদরাসার শিক্ষক জামাল উদ্দিন এবং মনোয়ার হোসেন। বাকিরা হলেন, ইয়ামিন, ওবায়দুল, সাফা মনি, ওবায়দুল, কামাল ও শাহ নওয়াজ।

আটককৃতদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply