মিয়ানমারে আসিয়ান কর্মকর্তাদের গাড়িবহরে বন্দুক হামলা

|

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের কর্মকর্তাদের বহনকারী গাড়িবহরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মিয়ানমারে ত্রাণ সরবরাহের সময় ঘটে এ ঘটা। তবে এতে কেউ হতাহত হয়নি।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী জানায়, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় শান রাজ্যের সি হেসেং শহরে রোববার (৭ মে) এ হামলা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আসিয়ানের সদস্যরাষ্ট্র ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

জানা গেছে, সি হেসেং শহরে আসিয়ানের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছিল। এসময় অজ্ঞাত বন্দুকধারীরা ত্রাণ সরবরাহকারী কর্মকর্তাদের গাড়িবহর লক্ষ্য করে গুলি চালায়। সাথে সাথে সেখান থেকে কর্মকর্তাদের সরিয়ে নিয়ে প্রাদেশিক রাজধানী তৌংগিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। এখনও হামলার সাথে জড়িত থাকার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply