ঝিনাইদহে কবর খুঁড়ে নবজাতকের কঙ্কাল চুরির অভিযোগ

|

ছেলের কঙ্কাল চুরির খবরে ব্যথিত মা।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর কবরস্থান থেকে তিনদিনের নবজাতক মিরাজ আল মুহিদের কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। নবজাতকের মা শামছুন্নাহার সিমি সোমবার সন্ধ্যার দিকে কবরস্থান দেখতে গেলে বিষয়টি নজরে পড়ে। এরপর বিষয়টি জানাজানি হয়। সন্তানের কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় তিনি কান্নায় ভেঙে পড়েন।

নবজাতকের মা শামছুন্নাহার সিমি জানান, ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটি অসুস্থ ছিল। এরপর ঢাকা শিশু হাসপাতালে নেয়ার পথে ওই বছরের ১৯ সেপ্টেম্বর শিশুটি মারা যায়। প্রায়ই তিনি সন্তানের কবর দেখতে যান। সোমবার সন্ধ্যায় গিয়ে দেখতে পান কবর খুঁড়ে রাখা হয়েছে। কবরের বাঁশগুলো একপাশে রেখে দেয়া হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

নবজাতকের বাবা জুবায়ের হোসেন জানান, জন্মের তিনদিন পর তার শিশু সন্তান মিরাজ আল মুহিদ মারা যায়। এরপর কালীগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়। তিনি এখন ঢাকাতে অবস্থান করছেন। বিষয়টি জানার পর তিনি কালীগঞ্জ পৌরসভার মেয়রসহ অনেককে জানিয়েছেন। যারা এই ঘৃণিত কাজ করেছে তাদের শাস্তির দাবি জানান তিনি।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এটি খুব দুঃখজনক ঘটনা। আগামীতে যেনো এমন কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে আমি পদক্ষেপ নেবো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply