ইউক্রেন যুদ্ধের খবর সংগ্রহের সময় রকেট হামলায় প্রাণ বার্তা সংস্থা এএফপির এক সংবাদকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ মে) পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন চাসিভ ইয়ারে মৃত্যু হয় ফরাসি নাগরিক আরমান সোলদিনের। খবর রয়টার্সের।
৩২ বছর বয়সী আরমান এএফপির ভিডিও জার্নালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তার সাথে থাকা চার সহকর্মীর কেউ আহত হননি। তারা জানান, বাখমুতের কাছাকাছি অঞ্চলটিতে ইউক্রেনীয় সেনাদের সাথে ছিল সংবাদকর্মীদের দলটি।
মঙ্গলবার বিকেলের দিকে রকেট বিস্ফোরণে নিহত হন আরমান। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ২০১৫ সালে এএফপিতে কাজ শুরু করেন আরমান। ২০২২ এর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পরপর এএফপির প্রথম দলটির সাথে ইউক্রেনে যান আরমান। পূর্ব ও দক্ষিণের ফ্রন্টলাইন থেকে নিয়মিতই পাঠাতেন ভিডিও ফুটেজ। ইউক্রেন যুদ্ধের খবর সংগ্রহে গিয়ে এ পর্যন্ত কমপক্ষে ১১ সংবাদ কর্মীর মৃত্যু হয়েছে।
এএআর/
Leave a reply