‘বিএনপি অনড় থাকলে নির্বাচনকালীন সরকারে তাদের রাখার প্রশ্নই আসে না’

|

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি অনড় থাকলে নির্বাচনকালীন সরকারে তাদের রাখা না রাখার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, নির্বাচনকালীন সরকারে কারা থাকবে আর থাকবে না সেটা নির্ধারণ করবে প্রধানমন্ত্রী।

বুধবার (১০ মে) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে নিয়ে কথা বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনকালীন সরকারে বিএনপিকে ডাকা হয়েছিল সত্যি, তবে সেই প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক নয়। তবে সরকার চায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন, যে নির্বাচনে বিএনপি অংশ নিয়ে নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু ভোট করার জন্য সহায়তা করবে। বিএনপি এটা না করে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে সেটা হবে দুঃখজনক।

এ সময় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি দুঃখজনক। ইমরান খানের ব্যাপক সমর্থক গোষ্ঠী আছে। পাকিস্তানের সংঘাতপূর্ণ উত্তপ্ত পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত।

আরও পড়ুন: বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ের বিষয়টি সত্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply