পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে নানা বাড়ি বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে মোসা. আবিদা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের মধ্য ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। আবিদা উপজেলার পার্শ্ববর্তী সেউতিবাড়ীয়া গ্রামের মো. রাজিব হাওলাদারের মেয়ে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
স্থানীয় ও স্বজনদের মাধ্যমে জানা যায়, আবিদা তার মায়ের সাথে মঙ্গলবার উপজেলার পার্শ্ববর্তী মধ্য ইন্দুরকানী গ্রামে তার নানা মোয়াজ্জেম হোসেনের বাড়িতে বেড়াতে যায়। এরপর বুধবার সকালে ওই বাড়ি সংলগ্ন খালের ঘাটের আশেপাশে খেলা করার সময় পানিতে পড়ে যায় সে। পরে আবিদাকে না দেখে তার মা বাড়ির আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। পরে শিশুটির কোনো সন্ধান না পেয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে স্থানীয় মজিবর হাওলাদারের বাড়ির সামনের খালের ঘাটের কাছে আবিদার দেহ পানিতে ভাসতে দেখে। ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট গোডাউন সংলগ্ন মধ্য ইন্দুরকানী গ্রামের বাড়ির পিছনে খালে পড়ে আবিদা নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
ইউএইচ/
Leave a reply