‘অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মোখা’

|

সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে৷ বায়ুমন্ডলে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেছে। ১২ তারিখ থেকে এমন খরতাপের প্রবণতা চলে যাবে। উপকূলীয় এলাকায় শুরু হবে বৃষ্টি, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার (১০ মে) সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মোখা। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ১ নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর সমুদ্রে বিচরণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে নৌযানগুলোকে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply