রাজধানীতে পাঁচ ঘণ্টার ব্যবধানে ছুরিকাঘাতে মারা গেছেন দুইজন। বুধবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ায় ছুরিকাঘাতে মারা যায় তাজুন ইসলাম নামের এক এসএসসি পরীক্ষার্থী। অপরদিকে রাতে চানখারপুল এলাকায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন পলিন নামের আরেক যুবক। রাত পর্যন্ত দুটি ঘটনারই স্পষ্ট কারণ কেউ জানাতে পারেনি।
বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বন্ধুদের সঙ্গে আড্ডার সময় ছুরিকাঘাতে মারা যায় তাজুন ইসলাম। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাজুনকে নিয়ে যায় কয়েক বন্ধু। সেখানে আহত তিনজনের মধ্যে দু’জনকে আটক করে যাত্রাবাড়ী থানা পুলিশ। তবে, কেন ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তা বলতে রাজি হয়নি নিহতের বন্ধু-স্বজনরা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
রাত এগারোটার দিকে চকবাজার থানাধীন চানখারপুলে ছুরিকাঘাতে নিহত হয় পলিন নামের এক যুবক। এটি নিয়েও মুখ খুলতে চায়নি কেউ। তবে, জানা যায়, স্ত্রীকে নিয়ে করা বাজে মন্তব্যের প্রতিবাদ করায় এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
ডিএমসিএইচ ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, দুটি ঘটনাই গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইউএইচ/
Leave a reply