রিজার্ভ ফোর্সে আরও নারী সেনা সদস্যদের অংশগ্রহণ প্রয়োজন। তাহলেই বহিঃশত্রুর আক্রমণ থেকে তাইওয়ানের প্রত্যেক নাগরিক রক্ষা করতে পারবে নিজেদের দেশ, এমন মন্তব্য করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। খবর ফোকাস তাইওয়ানের।
বৃহস্পতিবার (১১ মে) দেশটির তায়োইয়ান ক্যাম্প পরিদর্শনকালে এ মন্তব্য করেন তাইওয়ান প্রেসিডেন্ট। সেখানে প্রথমবারের মতো নারী রির্জাভ ফোর্সের সামরিক মহড়া চলছে।
এ সময় সাই বলেন, গণতন্ত্র রক্ষার ফ্রন্টলাইনে রয়েছে তাইওয়ান। তাই নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাছাড়া পৃথিবীরও বোঝা উচিত, নিজ ভূখণ্ড রক্ষায় আমরা কতটা দৃঢ় সংকল্প।
কয়েক বছর ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করছে চীন। কিছুদিন পরপর আকাশসীমা লঙ্ঘন করে যুদ্ধবিমানের অনুপ্রবেশের ঘটনাও ঘটছে। বিষয়টি নিয়ে বেইজিং-তাইপে সম্পর্কে চলছে টানাপোড়েন। ক্রমেই বিষয়টি নিয়ে আরও জটিলতা তৈরি হচ্ছে।
এসজেড/
Leave a reply