বাখমুত দখলের জন্য এখন তীব্র লড়াই চলছে দু’পক্ষের মধ্যে। রুশ হামলা কঠোরভাবে প্রতিরোধ করা হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন। তবে কিয়েভের এ দাবি অস্বীকার করেছে ক্রেমলিন। তাদের দাবি, রাশিয়ার হামলার সামনে দাঁড়াতেই পারছে না ইউক্রেন যোদ্ধারা। খবর আল জাজিরার।
ইউক্রেনের দাবি, সেনাদের পাল্টা প্রতিরোধে বাখমুতে নড়বড়ে অবস্থানে রুশ ফ্রন্টলাইন। পশ্চিমাদের দেয়া অস্ত্র সহায়তার পর রণক্ষেত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে তারা। রুশ ফ্রন্টলাইনে করা হয়েছে পাল্টা আক্রমণ। রুশ ভাড়াটে যোদ্ধা ওয়াগনার প্রধানের বক্তব্যেও মিলেছে এর সত্যতা। তবে বৃহস্পতিবার (১১ মে) এক বিবৃতিতে বিষয়টি পুরোপুরি নাকচ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে, ইউক্রেনের ফ্রন্টলাইনকে অপ্রতিরোধ্য করে তুলতে নতুন করে আরও ১২০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা এসব অস্ত্র দিয়ে নিজেদের ফ্রন্টলাইন আরও শক্তিশালী ইউক্রেন, এমন দাবি কিয়েভের।
এসজেড/
Leave a reply