অপরিবর্তিত একাদশ নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশের মতো স্বাগতিক আয়ারল্যান্ডও অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে। ম্যাচ শুরুর আগে বৃষ্টি হানা দেয়ায় নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।

ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। বৃষ্টির কারণে দেরিতে খেলা হওয়ায় ম্যাচটি হবে ৪৫ ওভারে। পাওয়ার প্লে থাকছে ৯ ওভার। পরিবর্তিত নিয়মানুসারে, একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বল করতে পারবেন। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুই দলের সামনেই রয়েছে এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়ার সুযোগ।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিভেন ডোহেনি, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, গ্রাহাম হিউম।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply