ঘূর্ণিঝড় মোখা: ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটের ফেরি চলাচল বন্ধ

|

ভোলা প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে ভোলাসহ কয়েকটি জেলায় ৮ নম্বর মহাবিপদ সংকেত হওয়ায় ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ মে) রাত সাড়ে ১০ টার দিকে বিআইডব্লিউটিসি’র ভোলার ব্যাবস্থাপক বাণিজ্য মো. পারভেজ খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা আজ রাত ১০ টা থেকে ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-বরিশাল রুটের ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকলে বলেও জানান তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

উল্লেখ্য, ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ঘাট থেকে প্রতিদিন ৬ টি ফেরি ও ভোলা-বরিশাল রুটের ভেদুরিয়া ও লাহারহাট রুটেও প্রতিদিন ৬টি ফেরি চলাচল করে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply