পেরুতে মিললো ৪ হাজার বছরের পুরানো মন্দির

|

পেরুর পশ্চিমাঞ্চলের মিরাফ্লোরেস প্রত্নতাত্ত্বিক সাইটে একটি ৪ হাজার বছরের পুরনো মন্দিরের সন্ধান মিলেছে। খবর রয়টার্সের।

U আকৃতির মন্দিরটি থেকে একটি প্রাচীন ক্রস ও ইনকা ক্রস পাওয়া গেছে। এ ধরনের আকৃতির মন্দির সাধারণত ধর্মীয় উপাসনায় ব্যবহৃত হতো। আন্দিয়ান ক্রস থেকে প্রত্নতাত্ত্বিকরা অনুমান করছেন প্রাচীন পেরুতে সম্ভবত আন্দিজ সংস্কৃতির বেশ প্রভাব ছিলো। যা ৪ হাজার বছর আগে ইনকা যুগ পর্যন্ত বিকাশ লাভ করে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply