পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পেলেন ব্র্যাডবার্ন

|

ছবি: সংগৃহীত

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে গ্র্যান্ট ব্র্যাডবার্নের নাম ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছর বাবর-রিজওয়ানদের দায়িত্ব সামলাবেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার।

পাকিস্তানের ক্রিকেটে ব্র্যাডবার্ন অবশ্য নতুন কেউ নন। সম্প্রতি কিউইদের বিপক্ষে সিরিজেও পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে ছিলেন তিনি। তবে এবার তাকে স্থায়ীভাবে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  পিসিবি জানিয়েছে, বাবরদের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন সাবেক দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার অ্যান্ড্রু পুটিক। আর স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ড্রিকুস সাইমান ও ফিজিওথেরাপিস্ট ক্লিফ ডিকনকে আগের দায়িত্বেই রাখা হচ্ছে।

তাকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়ে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ব্রাডবার্নকে হেড কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। তার কোচিং অভিজ্ঞতা অনেক। আগেও তিনি পাকিস্তানের ক্রিকেটের কোচিং স্টাফের অংশ ছিলেন। পাকিস্তানের সংস্কৃতি ও ক্রিকেট দর্শণ সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply