অজ্ঞাত হামলায় বিধ্বস্ত রাশিয়ার চারটি এয়ারক্রাফট

|

অজ্ঞাত হামলায় বিধ্বস্ত হয়েছে রাশিয়ার চারটি এয়ারক্রাফট। ইউক্রেনীয় সীমান্তবর্তী ব্রায়নস্ক অঞ্চলে হয়েছে এ ঘটনা। এমন দাবি করা হয় রাশিয়ার একটি স্বাধীন সংবাদ মাধ্যমে।

সংবাদ মাধ্যমে বলা হয়, উত্তর-পূর্ব ইউক্রেনের কাছাকাছি এলাকায় গুলি করে ভূপাতিত করা হয় যুদ্ধবিমান-সুখয় থার্টি ফোর ও সুখয় থার্টি ফাইভ এবং দু’টি এমআই এইট হেলিকপ্টার। চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিলো এগুলো, এমন দাবি সংবাদ মাধ্যমটির। তবে ইউক্রেন ভূখণ্ডে প্রবেশের আগেই পড়ে হামলার মুখে। নিহত হয়েছে চার ক্রু-ও।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে একটি সুখয় যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্তের কথা জানানো হলেও, এর কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। ইউক্রেনও স্বীকার করেনি হামলার দায়। তবে এটি মস্কোর কর্মফল বলে আখ্যা দেন প্রেসিডেন্ট জেলেনস্কির এক সিনিয়র উপদেষ্টা।

সূত্র: আল জাজিরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply