অক্সিজেন সিলিন্ডারযুক্ত হুইল চেয়ারে করে ভোট দিতে গেলেন আইসিইউয়ে থাকা রোগী

|

ছবি: সংগৃহীত

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা থাইল্যান্ডের একজন নাগরিক হুইল চেয়ারে করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। খবর আল জাজিরা’র।

প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৭২ বছর বয়সী বৃদ্ধ কিত্তি কোচানানের চিকিৎসা চলছে। এমন পরিস্থিতিতেও দেশের গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দেয়া থেকে তাকে থামিয়ে রাখা যায়নি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

থাই পিবিএস-এর অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে আসা ওই বৃদ্ধ ভোট দেয়ার পর ব্যালট বাক্সে ব্যালট পেপার ঢোকাচ্ছেন। হুইলচেয়ারের সাথে একটি অক্সিজেন সিলিন্ডার যুক্ত করা।

ভোট দেয়ার পর কিত্তি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ হতে পারি, কিন্তু আমার ভোটাধিকার হারাতে চাই না। সব থাই নাগরিককে আমি ভোটদানে উদ্বুদ্ধ করতে চাই।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply