স্বল্প মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চালু রাখতে আগামী বাজেটেও বড় অঙ্কের ভর্তুকি রাখা হবে, এমন আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জানান, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বৃদ্ধির কারণে দেশে দাম সমন্বয়ের বিকল্প নেই।
ভর্তুকি দামে তিনটি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রায়ত্ব সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানীর মেরুল বাড্ডায় মে মাসের এই কার্যক্রমের উদ্বোধন করেন টিপু মুনশি।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
বাণিজ্যমন্ত্রীর মতে, পণ্যমূল্য বৃদ্ধির সুযোগ নিচ্ছে অসাধু একটি সিন্ডিকেট। জানিয়েছেন, টিসিবির পণ্য বিক্রয়ে ছয় মাসের মধ্যে স্মার্ট কার্ড তৈরি হবে। তখন বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা আসবে।
এদিকে, ভতুর্কি কমাতে ১০ টাকা বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে প্রতিকেজি চিনির দাম। প্রতিলিটার সয়াবিন তেল ১১০ এবং মশুর ডালের কেজি ৭০ টাকা।
উপকারভোগীরা জানান, টিসিবির পণ্য বিক্রিতে চাহিদার তুলনায় যোগান কম। মাসে একবারের জায়গায় দুইবার পণ্য দেয়া উচিৎ। তাতে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে।
/এমএন
Leave a reply