নির্বাচনকালীন সরকারের ওপর নিয়ন্ত্রণ প্রয়োগ হবে: সিইসি

|

নির্বাচনের সময় যে সরকার থাকবে তার ওপর আইন অনুযায়ী নিয়ন্ত্রণ প্রয়োগ করবে ইসি; এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বললেন, সরকারের সদিচ্ছা না থাকলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর তাদের প্রভাব থাকলে ইসির সক্ষমতা সীমাবদ্ধ হয়ে যাবে।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে নির্বাচন কমিশনে সিইসির সাথে বৈঠক করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিনিধিদল। এ সময় পুলিশের নেতিবাচক ভূমিকা নিয়ে সমালোচনা আছে জানিয়ে সিইসি বলেন, তাদের স্থানীয়ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়। তবে সকলের সহযোগিতায় তাদের নিরপেক্ষ করতে হবে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অন্যদিকে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জানান, টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল। বলেন, নির্বাচন হতে হবে অবাধ ও নিরপেক্ষ। কোন দল অংশ নিলো সেটা মূল বিষয় না, কতো ভোটার ভোট দিলো সেটাই মূল বিষয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply