‘আমরা সবকিছু করবো, নিজেদের উজাড় করে দেবো’

|

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে আজ ইতিহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। ফাইনাল নিশ্চিত করতে জয়ের বিকল্প নেই সিটিজেনদের কাছে। গেলো বার এই রিয়ালের কাছে হেরেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল পেপ গার্দিওলার শিষ্যদের। প্রতিপক্ষ রিয়াল বলেই ফাইনালে যেতে নিজেদের উজাড় করে দেবে সিটিজেনরা। পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন সিটির কোচ পেপ গার্দিওলা।

প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় সিটির ফাইনাল খেলা এখন নির্ভর করছে দ্বিতীয় লেগের ওপর। ঘরের মাঠে রিয়ালকে আতিথ্য দেবে তারা। তবে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করা চাট্টিখানি কথা নয়। গত মৌসুমে এই সেমিফাইনালেই রিয়ালের কাছে হেরেছিল সিটি। এর পুনরাবৃত্তি কি হবে?

গার্দিওলা যেন একদমই নির্ভার। রিয়ালকে হারানোর পরিকল্পনার ব্যাপারে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, কালকের (আজ) ম্যাচ নিয়ে খুব বেশি ভাবছি না, ছেলেদের বলেছি চিন্তা করো না। এটা স্পেশাল কিছু নয়। অতীতে যা করেছি এর থেকে থেকে আলাদা কিছু নয় এটি। আমরা জানি কালকের ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। এটা অস্বীকার করতে পারিনি। তবে আমি খেলোয়াড়দের বলেছি মুহূর্তটা উপভোগ করো; আমরা কতটা ভাগ্যবান যে এখানে (সেমিফাইনাল) আছি। আমরা সবকিছু করবো, নিজেদের উজাড় করে দেবো।

সিটির সামনে এবার ট্রেবল জয়ের হাতছানি। প্রিমিয়ার লিগ শিরোপা থেকে কেবল হাতছোঁয়া দূরত্বে আছে তারা। এফএ কাপের ফাইনালও অপেক্ষা করছে। ১৯৯৮-৯৯ মৌসুমে একমাত্র ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের নজির আছে ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে ট্রেবল না জিতলেও নিজের ‘লিগ্যাসি (খ্যাতি)’তে কোনো প্রভাব পড়বে না বলে জানান গার্দিওলা।

তিনি বলেন, আমার লিগ্যাসি ইতোমধ্যেই অসাধারণ। আমি এখানে অনেকবার এসেছি। এটা এখন আমাদের হাতে, আমাদের ওপর নির্ভর করছে। স্পেশাল কোনো কিছু করতে হবে না। তবে অবশ্যই এটা অস্বীকার করতে পারি না যে, আমরা সব শিরোপা জিতেছি শুধুমাত্র চ্যাম্পিয়নস লিগ বাদে। অবশ্যই আমরা এটা চাই।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply