ফুটবল জাদুকর লিওনেল মেসির জোড়া গোলে লিগ শিরোপা ধরে রাখার মিশন দারুণ ভাবে শুরু করল বার্সেলোনা। দেপোর্তিভো আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়েই মিশন শুরু করল ভালবারদে শিষ্যরা। আর এরই সাথে ফুটবল ক্লাব বার্সেলোনার পূরণ হলো ৬০০০তম লীগ গোল।
মেসি মানেই নতুন নতুন রেকর্ড। মেসি যখনই গোল করবে তখন ই একটা না হয় একটা রেকর্ড হবেই। সেই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে একই সাথে জয় এবং ৬০০০ গোলের রেকর্ড নিয়ে মাঠ ছাড়া।
ন্যু ক্যাম্পে প্রতিপক্ষ আলাভেসের ‘গার্ড অব অনার’ পেয়েই নতুন মৌসুম শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ম্যাচের প্রথমার্ধে একচেটিয়া বল দখলে রেখেও ডেড লক ভাঙ্গতে পারেনি মেসি-সুয়ারেজরা। তবে দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে স্বাগতিক দর্শকদের উপলক্ষ এনেদেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনের মেসি। ক্লাব ইতিহাসে ৬ হাজার তম গোল টি আসে এই ফুটবল জাদুকরের পা থেকে।
ম্যাচের ৮৩ মিনিটে ব্যাবধান দ্বিগুন করেন ফিলিপে কুটিনহো। আর শেষ বাঁশি বাজার আগে নিজের দ্বিতীয় গোল করেন এল এম টেন। এই জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে লিগ শুরু করল বার্সা।
যমুনা অনলাইন: আরএম
Leave a reply