সাতক্ষীরায় পরিত্যক্ত মোটরসাইকেল থেকে উদ্ধার হলো স্বর্ণের বার

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদরের আলীপুর ইটভাটা এলাকা থেকে সাত পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১২টার দিকে পরিত্যক্ত একটি মোটরসাইকেল থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ভারতে স্বর্ণের বার পাচার করার গোপন তথ্যের ভিত্তিতে সদরের গাজীপুর সীমান্তে আভিযান চালানো হয়। এ সময় আলীপুর ইটভাটা সংলগ্ন এলাকায় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলি গ্রাম। যার বাজার মূল্য ৬৮ লাখ ৭৭৮ টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply