সামির ওয়াংখেড়ের বিরুদ্ধে মিলেছে বড় ধরনের দুর্নীতির প্রমাণ

|

আলোচিত এনসিবি কর্মকর্তা সামির ওয়াংখেড়ে।

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় গ্রেফতার করা আলোচিত এনসিবি কর্মকর্তা সামির ওয়াংখেড়ের বিরুদ্ধে মিলেছে বড় ধরনের দুর্নীতির প্রমাণ। টাইমস অব ইন্ডিয়া।

ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই জানিয়েছে, সামির ওয়াংখেড়ে নামের ওই কর্মকর্তার বিভিন্ন ধরনের সম্পদ থাকার প্রমাণ মিলেছে। যার মধ্যে রয়েছে মুম্বাইয়ে ৪টি বিলাসবহুল ফ্ল্যাট। এছাড়া গুরগাঁওসহ আরও বেশ কয়েকটি স্থানে জমিও রয়েছে সামিরের নামে। এর পাশাপাশি ব্রিটেন, পর্তুগাল, মালদ্বীপসহ বিভিন্ন স্থানে পরিবারসহ ভ্রমণ করেন সমির। যার খরচ, সরকারি ভাতার অতিরিক্ত বলেও জানানো হয়।

এদিকে, শাহরুখের ছেলে আরিয়ান খানের মুক্তির বিনিময়ে ২৫ কোটি রুপি ঘুষ দাবি করেছিলেন বলে অভিযোগ আছে সামিরের বিরুদ্ধে। সে অভিযোগেরও তদন্ত চলছে।

প্রসঙ্গত, দুই বছর আগে মুম্বাই উপকূলের একটি প্রমোদতরী থেকে আরিয়ান খান ও তার সঙ্গীদের গ্রেফতার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ দফতর। ওই অভিযান এবং তদন্তের নেতৃত্ব দেন সামীর ওয়াংখেড়ে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply