‘গুটিয়েকয়েক করপোরেট প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে পড়েছে ৫০ লাখ পোল্টি খামারি। সিন্ডিকেট করে পোল্টি ফিড ও মুরগির বাচ্চার দাম বেঁধে দেয়ায় অস্থির হচ্ছে বাজার। ক্রয়ক্ষমতা হারাচ্ছে ভোক্তারা।’
শনিবার (২০ মে) সকালে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের আয়োজনে মানববন্ধনে এমন অভিযোগ করা হয়। বলা হয়, মুরগির বাজারে করপোরেটদের নিয়ন্ত্রণ থাকায় তাদের ইচ্ছামতো দাম বাড়ানো এবং কমানো হয়। এখানে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের কোনো মতামত নেয়া হয় না।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
মানববন্ধনে জানানো হয়, প্রান্তিক খামারিরা মুরগি বাজারে আনলে দাম কমিয়ে দেয়া হয়, এতে তারা লোকসানের মুখে পড়ে। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণহীন হবে। অভিযোগ করা হয়, উৎপাদন ব্যয়ের তুলনায় বেশি দামে বিক্রি করা হচ্ছে ব্রয়লার মুরগি।
/এমএন
Leave a reply