তুরস্কে দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট দিচ্ছেন প্রবাসীরা

|

তুরস্কে দ্বিতীয় ধাপে গড়ানো প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়া শুরু করেছেন দেশটির প্রবাসীরা। শনিবার (২০ মে) জার্মানিতে শুরু হয় এ ভোটগ্রহণ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জার্মানিতে সর্বোচ্চ তুর্কি অভিবাসী বসবাস করেন। সেখানে ভোটারই রয়েছেন ১৫ লাখ। সুতরাং তাদের সবার অধিকার নিশ্চিতের স্বার্থে ২০ থেকে ২৪ মে পর্যন্ত রাখা হয়েছে সুযোগ-সুবিধা।

তুরস্কে রান-অফ বা দ্বিতীয় ধাপের ভোট হবে ২৮ মে। প্রথম দফায় ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। অল্পের জন্য ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি তিনি।

অন্যদিকে, প্রতিপক্ষ কিরিচ দারোগলুর ভাগ্যে জোটে ৪৪ দশমিক ৮ শতাংশ সমর্থন। কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়ায় তুরস্কের ইতিহাসে প্রথমবার নির্বাচন গড়ায় দ্বিতীয় ধাপে।

গেল দুই দশক ধরে রাষ্ট্রপতি বা সরকার প্রধান হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোগান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply