রাজধানীর তেজগাঁওয়ে পোস্ট অফিস গলি দারোয়ানের কক্ষ থেকে জুলেখা খাতুন (৩৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ভোররাত ৫টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ জানান, সংবাদ পেয়ে পুলিশ, ১৬৫/এ/২ তেজগাঁও পোস্ট অফিসের গলির নিচ তলা দারোয়ানের কক্ষ থেকে গলাকাটা অবস্থায় জুলেখা খাতুন (৩৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনার পর থেকে ওই হোল্ডিং নাম্বারের দারোয়ান পলাতক রয়েছে। পুলিশের একাধিক টিম তাকে গ্রেফতার করার চেষ্টা করছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে জুলেখা খাতুন গত তিন দিন আগে তার গ্রামের বাড়ি থেকে ঢাকার ওই বাড়িতে দারোয়ানের কাছে আসে। জুলেখা ময়মনসিংহ সদরের পুটিয়ালি গ্রামের খোরশেদ আলীর মেয়ে।
ইউএইচ/
Leave a reply