বাখমুত ‘দখলে’ যোদ্ধাদের অভিনন্দন জানালেন পুতিন

|

বাখমুত পুরোপুরি ‘দখলে’ নেয়ায় রাশিয়ার সশস্ত্র বাহিনী এবং ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘ লড়াইয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে তাদের পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

এর আগে, শনিবার ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বাখমুত পুরোপুরি দখলে নেয়ার দাবি করে রাশিয়ার ভাড়াটে সেনা প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপ। যদিও এমন দাবি সত্য নয় বলে উড়িয়ে দিয়েছে কিয়েভ।

ইউক্রেনের সামরিক মুখপাত্র জানান, পূর্বাঞ্চলীয় শহরটিতে এখনও চলছে তীব্র লড়াই। কয়েকটি শিল্প এলাকা ও অবকাঠামোর নিয়ন্ত্রণ তাদের হাতে বলে দাবি করেন।

প্রায় ১৬ মাস ধরে রাশিয়া-ইউক্রেন রক্তক্ষয়ী সংঘাতের অন্যতম কেন্দ্র বাখমুত। পশ্চিমাদের দাবি, ২০ থেকে ৩০ হাজার রুশ সেনা হতাহত হয়েছে অঞ্চলটিতে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply