সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে রাফি ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৮ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাাব। যার আনুমানিক মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা।
রোববার (২১ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২২ মে) দুপুরে র্যাব-১১ কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলো- রফিক ওরফে ললিতা (৪০), রবি আলম ওরফে বিউটি (৪০), একরাম ওরফে পরীমনি (২২), রবি আলম ওরফে প্রিয়া (২৪), আল-আমিন ওরফে নিশি (৩৫), রায়হান ওরফে আঁখি (২০), সাবের ওরফে বিজলী (২২) এবং ফারুক ওরফে রিয়ামনি (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এ চক্রের দলনেতাসহ সকলেই তৃতীয় লিঙ্গের সদস্য। তারা তৃতীয় লিঙ্গের পরিচয়ের আড়ালে বিভিন্ন স্থানে ভ্রমণের বাহানায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সক্রিয় চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পারস্পরিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকের বড় চালান নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরে এসব মাদক নারায়ণগঞ্জ ও ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে সরবরাহ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এএআর/
Leave a reply