রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করেনি: পুতিন

|

পলিটিকো থেকে সংগৃহীত ছবি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধ রাশিয়া শুরু করেনি বরং ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে নিজেদের সুরক্ষার লক্ষ্যেই সামরিক অভিযান চালিয়েছে রাশিয়া। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২৩ মে) ক্রেমলিনে রাষ্ট্রীয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউক্রেন ইস্যুতে কথা বলেন তিনি। পুতিনের দাবি, রুশ সীমান্তবর্তী এলাকায় ঐতিহাসিকভাবে নিপীড়িত মানুষের অধিকার সংরক্ষণই তার লক্ষ্য। এ সময়, ইউক্রেন থেকে রাশিয়ায় অনুপ্রবেশকারী সন্ত্রাসী ও হামলাকারীদের মূলোৎপাটনের হুমকিও দেন তিনি।

ভ্লাদিমির পুতিন বলেন, মাঝেমাঝেই এমন শুনি যে, রাশিয়া নাকি এ যুদ্ধ শুরু করেছে। কিন্তু না। সামরিক অভিযানের মধ্য দিয়ে, নিজেদের বিরুদ্ধে চলা যুদ্ধ বন্ধের চেষ্টা করছে রাশিয়া। বরং ঐতিহাসিকভাবেই নির্যাতনের শিকার মানুষগুলোকে রক্ষার পদক্ষেপ নিয়েছি আমরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply