তুরস্কের ভাগ্য নির্ধারণের দিন আজ

|

নির্বাচনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী রিসেপ তাইয়েপ এরদোগান (বামে) কামাল কিলিচ-দারোগলু (ডানে)।

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ আজ (২৮ মে)। রোববার দেশটির ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে রানঅফে ভোট প্রদান করবে তুর্কিরা। খবর ইউএসএ টুডের।

এদিন স্থানীয় সময় সকাল আটটা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ নির্বাচনের মাধ্যমে দেশটির সাধারণ মানুষ নির্ধারণ করবেন, আগামী পাঁচ বছর তুরস্কের ক্ষমতায় থাকবে রিসেপ তাইয়েপ এরদোগান নাকি কামাল কিলিচ-দারোগলু।

রান অফে বিপুল সংখ্যক প্রবাসী ভোটারও এরই মধ্যে ভোট প্রদান করেছেন। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কাউন্সিল জানায়, শনিবার পর্যন্ত ১৯ লাখ ২০ হাজারের বেশি প্রবাসী ভোটার দ্বিতীয় দফায় ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রথম দফায় প্রবাসী ভোটার সংখ্যা ছিল সাড়ে ১৮ লাখের কাছাকাছি।

এর আগে, গত ১৪ মে নির্বাচনে ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট পান ক্ষমতাসীন এরদোগান। অপরদিকে, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কামাল পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ। কেউই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায়, নির্বাচন গড়ায় রানঅফে। অবশ্য তৃতীয় অবস্থানে থাকা সিনান ওগানের সমর্থন নিশ্চিতের পর এরদোগানের ক্ষমতায় থাকার সম্ভাবনা অনেকটাই সুনিশ্চিত বলে মনে করছেন অনেকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply