ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েই চলেছে। ঋণ পরিশোধে বিশেষ ছাড় তুলে নেয়ায় এবার বেড়েছে খেলাপি ঋণ। এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩ মাসে খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ৯৬৪ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, মার্চ পর্যন্ত ব্যাংকিং খাতে ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৬ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে এক লাখ ৩১ হাজার কোটি টাকা। বিতরণ করা ঋণের ৮ দশমিক ৮ শতাংশই এখন খেলাপি। অর্থাৎ উচ্চ খেলাপির ঝুঁকিতে রয়েছে দেশের ব্যাংক খাত।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, খেলাপি ঋণের হার সর্বোচ্চ ৩ শতাংশ সহনীয় বলে ধরা হয়। সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের প্রায় ২০ শতাংশই খেলাপি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি প্রায় ৬ শতাংশ খেলাপি।
এদিকে, ব্যাংকারা মনে করেন, খেলাপি আদায়ে আইনি সহায়তা বেশি প্রয়োজন।
/এমএন
Leave a reply