প্রচণ্ড তাপদাহের পর দিনাজপুরে স্বস্তির বৃষ্টি

|

বুধবার দুপুরে দিনাজপুরে হওয়া বৃষ্টিতে ভিজতে দেখা গেছে অনেককেই।

দিনাজপুর প্রতিনিধি;

একটানা প্রচণ্ড তাপদাহের পর অবশেষে দিনাজপুরে হয়েছে স্বস্তির বৃষ্টি। আশেপাশের উত্তর পশ্চিমের কয়েকটি এলাকায় বৃষ্টির পাশাপাশি সামান্য বাতাস বইলেও দিনাজপুর শহরে প্রচণ্ড রৌদ্রের পাশাপাশি ঝরেছে বৃষ্টি।

বুধবার (৭ জুন) দুপুর পৌনে ৩টা শুরু হওয়া এ বৃষ্টি মাত্র ১০ মিনিট স্থায়ী ছিল। স্থানীয় আবহাওয়া অফিস মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। অবশ্য এই সামান্য বৃষ্টির পানিতেও অনেককে দেখা গেছে গা ভেজাতে।

গত কয়েকদিন ধরেই দিনাজপুরে ছিলো সর্বোচ্চ তাপমাত্রা। বুধবার সকালেও তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর, বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫৮ সালের পর দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। এতে প্রচণ্ড তাপদাহে হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয় জনজীবনে। এর সাথে, ক্রমাগত লোডশেডিংয়ে বিপর্যস্থ হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা।

বুধবারের বৃষ্টিতে কিছুক্ষণের জন্য শীতল হয় দিনাজপুরের আবহাওয়া। তবে এ আকস্মিক এ বৃষ্টির পর আরও বেশি গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সংশ্লিষ্ট একটি সূত্র।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply