আখাউড়ায় মেয়াদ উত্তীর্ণ গোখাদ্য বিক্রি, দোকানিকে জরিমানা

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়াদ উত্তীর্ণ গোখাদ্য (ভুসি) রেখে বিক্রির অভিযোগে জাকির মাস্টার নামে এক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জুন) সন্ধ্যার দিকে আখাউড়া পৌর শহরের দেবগ্রাম আমতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন আখাউড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ গোখাদ্য দোকানে মজুদ ও বিক্রি করে আসছিলেন ব্যবসায়ী জাকির মাস্টার। ক্রেতারা তাকে মেয়াদোত্তীর্ণ গোখাদ্য বিক্রি করতে বাধা দিলেও তিনি থামেননি। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিক্রেতাকে জরিমানা করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ গোখাদ্য মাটি চাপা দেয়া হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply