খেরসনে বন্যার্তদের উদ্ধারে মহাযজ্ঞ, বিশেষ যানে সরানো হচ্ছে আটকে পড়াদের

|

বন্যা কবলিত খেরসনে উদ্ধার কাজ নিয়ে চলছে রীতিমতো মহাযজ্ঞ। জলমগ্ন বাসিন্দাদের উদ্ধারে মোতায়েন করা হয়েছে বিশেষ যান। তলিয়ে যাওয়া ঘরবাড়িতে আটকে পড়াদের নৌকা আর স্পিডবোটে করে সরিয়ে আনা হচ্ছে। কোথাও কোথাও সাতাঁর কেটে সরিয়ে নেয়া হচ্ছে আটকে পড়াদের। উদ্ধারকর্মীরা বলছেন, বয়স্কদের সরিয়ে নেয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জে। খবর রয়টার্সের।

অদ্ভুত দর্শন এক বিশেষ যান এখন ঘুরে বেড়াচ্ছে বন্যাকবলিত খেরসনের বিভিন্ন এলাকায়। কাদা কিংবা পানিমগ্ন এলাকায় সহজেই চলাচল করতে পারে এই যান। তাই নিয়েই চলছে উদ্ধার অভিযান। সরিয়ে নেয়া হচ্ছে আটকে পড়া বাসিন্দাদের।

নিপ্রো নদীর ওপর থাকা বাঁধ ধ্বংস হয়ে যাওয়ার পর তলিয়ে গেছে খেরসনের বিস্তীর্ণ এলাকা। বিপাকে পড়েছেন সেখানকার ৪০ হাজারের বেশি মানুষ। তাদের উদ্ধারে চলছে রীতিমতো মহাযজ্ঞ। বিশালাকৃতির ট্রাক-বাসের পাশাপাশি স্পিডবোট-নৌকা নিয়েও চলছে উদ্ধারকাজ। যোগ দিয়েছেন বেসামরিক স্বেচ্ছাসেবকরাও।

কর্তৃপক্ষ বলছে, বাঁধের আশেপাশের এলাকাগুলোর কোথাও কোথাও তলিয়ে গেছে ৩০ ফুটের বেশি পানির নিচে। কোনো রকমে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন সেখানকার বাসিন্দারা। উদ্ধারকর্মীরা সাঁতার কেটে কেটে খুজে ফিরছেন আটকে পড়াদের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে বয়স্করা। তাদের সরিয়ে নেয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে।

দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের কারণে রয়েছে জনবল এবং সরঞ্জামের সঙ্কট। ফলে কঠিন হয়ে উঠেছে উদ্ধার কাজ। তা স্বত্ত্বেও আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী, ফায়ার সার্ভিসের পাশাপাশি নিয়োগ দেয়া হয়েছে সেনা সদস্যদেরও।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply