সাড়ে ৪০০ কোটি ডলারে ইসরায়েল থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে জার্মানি

|

ইসরায়েলের কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে জার্মানি। এতে খরচ পড়বে প্রায় সাড়ে চারশ কোটি ডলার। এরইমধ্যে সাড়ে ৫শ’ মিলিয়ন ডলার তেল আবিবকে পরিশোধ করেছে জার্মান সরকার। খবর জেরুজালেম পোস্ট।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসরায়েলের অ্যারো-থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রক্রিয়া শুরু করেছে বার্লিন। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক এবং কার্যকর মনে করা হয় অ্যারো থ্রিকে। এই প্রযুক্তির ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা সম্ভব। স্বল্প থেকে দূরপাল্লার সব ধরনের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করা সম্ভব এই প্রযুক্তির মাধ্যমে।

ইসরায়েলের আইরনডোম শুধুমাত্র সল্পপাল্লার মিসাইল ধ্বংসে সক্ষম ছিল। চলতি বছরের শেষ নাগাদ বার্লিন সরকার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে বলে জানা গেছে। তবে এরমধ্যে চুক্তিটি বাতিল করলে, ইসরায়েল সরকারকে দেয়া অগ্রিম মূল্য হারাবে জার্মানি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply